Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

দিনাজপুর জেলার বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের সভার কার্যবিবরণী বহিঃ

সভার নং-

সভাপতি-শ্রী সাবুল চন্দ্র সরকার

সভার তারিখ ০৪/১২/২০১৬খিঃ সভার সময় সকাল ১০টা

 

সভার স্থানঃ ইউনিয়ন পরিষদের সভাকক্ষ

সভায় উপস্থিত সদস্যদের নাম ও স্বাক্ষরঃ

 

১। শ্রী সাবুল চন্দ্র সরকার – চেয়ারম্যান

২। শ্রীমতি শান্তিনা বালা  - সদস্যা

৩। মোছাঃ রওশন আরা বেগম – ‍‍‌সদস্যা

৪। মোছাঃ সাইফুন নাহার  - সদস্যা

৫। শ্রী পঞ্চানন সরকার  - সদস্য

৬। শ্রী সরেন চন্দ্র সরকার – সদস্য

৭। শ্রী কালিয়া চন্দ্র সরকার  -সদস্য

৮। মোঃ রুকনুজ্জামান (বিপ্লব)- সদস্য

৯। শ্রী বিনয় চন্দ্র সরকার  - সদস্য

১০। মোঃ কবির হোসেন –সদস্য

১১। মোঃ মাহাতাব আলী- সদস্য

১২। মোঃ মতিউর রহমান- সদস্য

১৩। মোঃ সামশুদ্দীন

 

আলোচ্য বিষয়ঃ

(১) পরিচিতি অনুষ্ঠান ও ইউনিয়ন পরিষদের কার্য পরিধি সম্পর্কে মতবিনিময় প্রসঙ্গে।

(২) মাসিক সভার তারিখ নির্ধারণ প্রসঙ্গে।

(৩) গ্রাম আদালতের সাপ্তাহিক তারিখ নির্ধারণ প্রসঙ্গে।

(৪) ষ্ট্যান্ডিং কমিটি গঠন।

(৫) ব্যাংক হিসাব পরিচালনাকারী পরিবর্তন প্রসঙ্গে।

(৬) প্যানাল চেয়ারম্যান গঠন প্রসঙ্গে।

(৭) বিবিধ

 

অদ্যকার সভায় অত্র ইউ,পির নব নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান শ্রী সাবুল চন্দ্র সরকার পদাধিকার বলে সভাপতির সাহেব ইউনিয়ন পরিষদের কার্যক্রোমের উপর ভিত্তি করে সদস্যগণের উদ্দ্যেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভায় সভাপতি সাহেব জানান যে, আমরা জনগনের মাভে যে অঙ্গীকার করে আজকে এই ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়ে এসেছি। তা যেন আমাদের এ মেয়াদে পূর্ণ করতে পারি। বিশেষ করে জনগন যেন কোন প্রকার হয়রানীর স্বীকার না হয় ও জনগন যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। উপস্থিত নবনির্বাচিত সদস্য/সদস্যা বৃন্দের তিনি বলেন আজ থেকে আমরা একটি পরিবার। আমরা যেন মনোভাব নিয়ে কাজ করে যেতে পারি। অত:পর সদস্য পর্যায়ক্রমে

এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত সদস্য/সদস্যাগণ সভায় সৎমনোভাব নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

২নং আলোচ্য বিষয় মাসিক সভঅর তারিখ নির্ধারনের জন্য ইউ,পি সদস্য শ্রী পঞ্চানন সরকার প্রস্তাব করিলে, আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে, প্রতি মাসের প্রথম মাসের প্রথম সপ্তাহের সাত তারিখে দিন নির্ধারন করা হয়। ঐ দিন সরকারি ছুটি থাকিলে তার পরের কার্যদিবসে মাসিক সভা অনুষ্ঠিত হইবে। সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহিত হইল।

 

৩নং আলোচ্য বিষয় গ্রাম আদালতের দিন, তারিখ নির্ধারন প্রসঙ্গে আলোচনা করা হয়। আলোচনা কালে ইউ,পি সদস্য শ্রী বিনয় চন্দ্র সরকার বলেন যে, সপ্তাহের প্রতি সোমবার গ্রাম আদালতের দিন ধার্য করা হউক। উক্ত প্রস্তাবটি সদস্য মোঃ কবির হোসেন সমর্থন করিলে, উহা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

 

সভায় ৪নং আলোচ্য বিষয়ে সভাপতি সাহেব জানান যে, ১৩টি স্থায়ী কমিটি রহিয়াছে। কমিটিগুলি গঠন করা আবশ্যক। সভায় উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হইল। আলোচনাক্রমে, সর্বসম্মতিক্রমে নিম্নলিখিতরুপে ১৩টি স্থায়ী কমিটি গঠন করা হইল।

 

সভায় বিবিধ বিষয়ে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সদস্য/সদস্যাগণকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।