পূনর্ভবা নদীর পশ্চিমে এবং ভারত সিমান্তের উত্তরে অত্র ৮নং ধর্মপুর ইউনিয়নটি অবস্থিত। অত্র ইউনিয়নে আনুমানিক ৫৫% মুসলিম ৪০% হিন্দু ও ৫% উপজাতী বসবাস করেন। অত্রইউনিয়ন ২,৮০০ একর জমি বনবিভাগের শালবন রয়েছে এবং ২৫ প্রজাতীর গাছগাছড়া আছে। কাল পরিক্রমায় আজ ধর্মপুরইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে পূর্বের চেয়ে দিন দিন এগিয়ে চলেছে।
১) নাম – ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ।
২) ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ স্থাপন- ১৫-০১-১৯৬২ ইং
৩) আয়তন – ৪২.২৪(বর্গ কিঃ মিঃ)
৪) কৃষি আবাদী জমির পরিমান- ৩২৪৬ হেক্টর।
৫) কৃষকের সংখ্যা-৫৯৬৮ জন।
৬) ধর্মপুর ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা।ধর্মপুর ইউনিয়নে ১০ কিলোমিটার পাকা রাস্তা, ৯০ কিলোমিটার কাঁচা রাস্তা আছে ।
৭) পুরুষ-১২৮৮৩ জন, মহিলা-১২৩৭৮ জন। সর্বমোট লোকসংখ্যা – ২৫,২৬১ জন (প্রায়) (২০১১সালের আদম শুমারি অনুযায়ী)
৮) গ্রামের সংখ্যা – ২৪টি।
৯) মৌজার সংখ্যা – ২৪টি।
১০) হাট/বাজার সংখ্যা -৩টি।
১১) উপজেলা দিনাজপুর থেকে যোগাযোগ মাধ্যম – অটো/রিক্সা/টেম্পু/ভেন।
১২) শিক্ষার হার – ৩৫%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১২টি,
কিন্টার গার্টেন স্কুল- ২টি
উচ্চ বিদ্যালয়-৩টি,
নিম্ন মাধ্যমিক-১টি
মাদ্রাসা- ২টি।
১৩) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব শ্রী সাবুল চন্দ্র সরকার
১৪) সিমান্ত ফাঁড়ী- ৩টি
১৫) ডাকঘর- ২টি।
১৬) ব্যাংক-১টি (রাকাব রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক)
১৭) এল,জি,ই,ডি গোডাইন- ১টি।
১৮) কমিউনিটি ক্লিনিক- ৩টি।
১৯) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
২০) গীর্জা- ২টি।
২১) ঐতিহাসিক/পর্যটন স্থান – বনবিভাগের শালবাগান।
২২) ইউপি ভবন স্থাপন কাল – ০৫/০৮/২০০৪ইং।
২৩) নব গঠিত পরিষদের বিবরণ –
ক) শপথ গ্রহণের তারিখ – ৩০/১১/২০১৬ইং
খ) প্রথম সভার তারিখ – ০৪/১২/২০১৬ ইং
গ) মেয়াদ উর্ত্তীনের তারিথ –
২৪) গ্রাম সমূহের নাম –
গোছহাটা ফতেপুর দ: রামপুর
চৌপুকুরীয়া ধর্মপুর ধর্মপুর
পিরোজপুর এনায়েতপুর বনগাঁও
দ: গোবিন্দপুর দ্বীপনগর কামদেবপুর
দ: মেড়াগাঁও ইসলামপুর বিশ্বনাথপুর
বিল্লা নলপুর কমলপুর
হরিনাথপুর গোপিনাথপুর শাহাপুর
বামনগাঁও গোদাবাড়ী রানীপুর
২৫) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
২৬) উদ্যোক্তাগণ
১) পুরুষ ১ জন
২) মহিলা ১ জন
৩) অতিরিক্ত ১ জন
মোট ৩ জন উদ্যোক্তা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS