এতদ্বারা দিনাজপুর জেলার সকল বৈধ আগ্ণেয়াস্ত্রধারীগণকে জানানো যাচ্ছে যে, ২০১৯ সালের জন্য আগ্ণেয়াস্ত্র লাইসেন্স নিম্ণোক্ত সময়সূচী অনুযায়ী আগামী ১০/১২/২০১৮ তারিখ পর্যন্ত নবায়ন করা হবে। বৈধ লাইন্সেধারীগণকে নবায়ণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি এবং ১৫% ভ্যাট নিম্নবর্ণিত কোডে পৃথক পৃথক চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে জনা প্রদানপূর্বক চালানের মূলকপি, লাইসেন্স, অস্ত্র (অস্ত্র থানায় জমা থাকলে হালনাগাদ জমার রশিদ) নির্ধারিত তারিখ, সময় ও স্থানে নবায়নের লক্ষ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
উপজেলার নাম |
নবায়নের তারিখ |
নবায়নকারী কর্মকর্তা |
নবায়নের স্থান |
বিরল |
০৯/১২/২০১৮ |
উপজেলা নির্বাহী অফিসার, বিরল |
ইউ,এন,ও অফিস, বিরল |
মো: মাহমুদুল আলম
জেলা ম্যাজিস্ট্রেট
দিনাজপুর
ফোনঃ ০৫৩১-৬৫০০১ (অ:)
মোবাঃ ০১৭১৩২০১৬৮৫
Emai: dcdinajpur@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস