৮নং ধর্মপুর মানচিত্র উত্তরে ১০ নং রানীপুকুর ইউনিয়ন, পূর্বে ১১ নং পলাশবাড়ী ইউনিয়ন হয়ে পূর্নভবা নদীটি ধর্মপুর ইউনিয়নের শেষ সিমান্তে অবস্থিত এবং দক্ষিনে ও পশ্চিমে ভারত এবং ভারতের সিমান্তের উত্তরে অত্র ৮নং ধর্মপুর ইউনিয়নটি অবস্থিত। অত্র ইউনিয়নে আনুমানিক ৫৫% মুসলিম ৪০% হিন্দু ও ৫% উপজাতী বসবাস করেন। অত্রইউনিয়ন ২,৮০০ একর জমি বনবিভাগের শালবন রয়েছে এবং ২৫ প্রজাতীর গাছগাছড়া আছে।
তথ্য সংগ্রহ :
প্রিয়নাথ সরকার (পিন্টু)
মোবা: ০১৭২৪৬-৮০১১৮
৮নং ধর্মপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ।
বিরল, দিনাজপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস