Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

দিনাজপুরের পূর্নভবা নদী ৭নং বিজোড়া ইউনিয়ন হয়ে, ১১নং পলাশবাড়ী ইউনিয়ন হয়ে ধর্মপুর ইউনিয়নের বুকে চিড়ে বয়ে গেছেদক্ষিনে পূর্নভবা নদী। সেই নদীটির নাম হলো পূর্ণভবা নদী। ধর্মপুর ইউ,পির ৯ নং ওয়ার্ডের বিশ্বনাথপুর হয়ে সাহাপুর হয়ে রানীপুর হয়ে কামদেবপুর হয়ে বনগাঁও এর উপর দিয়ে প্রবাহিত এই নদীটি বর্ষায় তার পূর্ণ রূপে অবতির্ণহয়,এছাড়া ধর্মপুর ফরেষ্টের আওতায় বনের মধ্যে রয়েছে ছোট বড় আকৃতির ৪৫ টি পুকুর।

উল্লেখ যোগ্য নদীর মধ্যে  পূর্নভবা নামক নদীটি। নদীটি ইউনিয়নের ৯,৮ ও ৭ নং ওয়ার্ড হয়ে ভারতে প্রবেশ করে।