Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০১৯-২০ চক্রের ভিজিডি উপকারভোগী হওয়ার জন্য আবেদন চলচ্ছে
বিস্তারিত

 

নোটিশ

এতদ্বারা ৮নং ধর্মপুর ইউনিয়নের সকল দু:স্থ্য মহিলাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০১৯-২০২০ ভিজিডি চক্রের জন্য মহিলা নির্বাচন করা হবে। উক্ত ভিজিডি মহিলা আবেদনকারীদেও জন্য ওয়ার্ড ওয়ারী স্থান ও সময় নির্বাচন করা হয়েছে।

১নং ওয়ার্ড স্থান চৌধুরী ডাঙ্গী হাই স্কুল মাঠ, তারিখ ০৪/১১/২০১৮ সময় ১১ টা হইতে দুপুর ১ টা পর্যমত্ম।

২নং ওয়ার্ড স্থান বিলস্না প্রাথমিক বিদ্যালয় মাঠ, তারিখ ০৪/১১/২০১৮ সময় বিকাল ৩ টা হইতে ৫ টা পর্যমত্ম।

৩নং ওয়ার্ড স্থান বামনাঁও কালিতলা, তারিখ ০৬/১১/২০১৮ সময় সকাল ১১ টা হইতে ১টা পর্যমত্ম।

৪নং ওয়ার্ড স্থান ধর্মপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, তারিখ ০৭/১১/২০১৮ সময় সকাল ১১টা হইতে ১ট পর্যমত্ম।

৫নং ওয়ার্ড স্থান এনায়েতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, তারিখ ০৭/১১/২০১৮ সময় বিকাল ৩ট হইতে ৫টা পর্যমত্ম।

৬নং ওয়ার্ড স্থান ধর্মজইন প্রাথমিক বিদ্যালয় মাঠ, তারিখ ০৮/১১/২০১৮ সময় সকাল ১১টা হইতে দুপুর ১টা পর্যমত্ম।

৭নং ওয়ার্ড স্থান বনগাঁও ভোট কেন্দ্র, তারিখ ০৮/১১/২০১৮ সময় বিকাল ৩টা হইতে ৫টা পর্যমত্ম।

৮নং ওয়ার্ড স্থান কামদেবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, তারিখ ১১/১০/২০১৮ সময় ১১টা হইতে ১টা পর্যমত্ম।

৯নং ওয়ার্ড স্থান বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, তারিখ ১১/১০/২০১৮ সময় বিকাল ৩টা হইতে ৫টা পর্যমত্ম।

ভিজিডি মহিলা আবেদনকারির শর্তাবলীঃ

  • ভূমিহীন বা পরিবারের কোন জমি নাই বা চাষ যোগ্য জমির পরিমান ০.১৫ শতকের কম।
  • যে পরিবার দৈনিক দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে।
  • যে পরিবার ঘরের দেওয়াল মাটির/পাট কাঠির বা বাঁশের তৈরী
  • যে সব দরিদ্র পরিবারে প্রতিবদ্ধী সদস্য আছে।
  • যে পরিবারে বিদ্যুৎ সংযোগ নাই।
  • বয়স ২০ বছর হইতে ৫০ বছরের মধ্যে হতে হবে।
  • সরকারি কোন সুযোগ সুবিধা পেলে আবেদন করতে পারবেনা।
  • ২০১৫-২০১৬ এবং ২০১৭-২০১৮ চক্রের ভিজিডি উপকার ভোগী আবেদন করতে পারবেনা।
  • আবেদনের সঙ্গে ভোটার আইডি কার্ডের ফটোকপি আনতে হবে।
  • ভিজিডি আবেদন কারীগণকে নিজ নিজ ওয়ার্ডের নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।

 

অনুরোধক্রমে-

 

(শ্রী সাবুল চন্দ্র সরকার)

চেয়ারম্যান

৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ

বিরল, দিনাজপুর।

ডাউনলোড
প্রকাশের তারিখ
01/11/2018
আর্কাইভ তারিখ
30/12/2018