বিষয়ঃ দলিল ধ্বংস করন প্রসঙ্গে।
সূত্রঃ মহা পরিদর্শক নিবন্ধন বাংলাদেশ ঢাকা মহোদয়ের স্মারক নং-১১৮১৫(৬১) তাং-০৬/১১/১৬ইং ও জেলা রেজিষ্ট্রার দিনাজপুর মহোদয়ের স্মারক নং-৯৫৭(১৩) তারিখঃ ০৯/১১/১৬ইং
জনাব,
উপরোক্ত বিষয়ের আলোকে আপনার সদয় অবগতির জন্য জানাইতেছি যে, সূত্র বর্নিত স্মারকাদেশ মোতাবেক বিরল সাব-রেজিষ্ট্রী অফিসে ২০০১ইং সন হইতে ২০১১ইং সন পর্যন্ত রেজিষ্ট্রীকৃত দাবীদার বিহীন দলিল সমূহ আগামী ১১/০৩/২০১৮ইং তারিখে পুড়িয়া ধ্বংস করা হইবে।
যে সকল পক্ষগন এখনও তাহাদের মূল দলিল ফেরৎ গ্রহণ করেন নাই, মূল রশিদ দাখিল সাপেক্ষে উহা ফেরৎ গ্রহনের জন্য আপনাদের বিষেয় ভাবে অনুরোধ জানাইতেছি।
প্রচারে : ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান
বিরল, দিনাজপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস