১। কালিয়াগঞ্জ স্তৃতি নাট্য গোষ্ঠি
কালিয়াগঞ্জ স্মৃতি নাট্য গোষ্ঠি সংগঠন পৃথিবীতে আমাদের অবস্থান কিছু সময়ের জন্যে মাত্র । আমাদের প্রত্যেকের ভিতরে লুকায়িত আছে কোন না কোন সুপ্ত প্রতিভা । আমাদের ভিতরকার সেই লুকায়িত সুপ্ত প্রতিভা আমরা আলোর মাঝে আনতে চাই । সুতরাং আর দেরী না করে আমাদের কালিয়াগঞ্জ স্মৃতি নাট্য গোষ্ঠি সাংস্কৃতিক সংগঠন এ যোগ দিন ।
তথ্য সংগ্রহে :
প্রিয়নাথ সরকার (পিন্টু)
মোবা: ০১৭২৪-৬৮০১১৮
৮নং ধর্মপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ।
বিরল, দিনাজপুর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস